পৃষ্ঠাসমূহ

সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৪

<!-- Google Tag Manager -->
<noscript><iframe src="//www.googletagmanager.com/ns.html?id=GTM-WHRBMN"
height="0" width="0" style="display:none;visibility:hidden"></iframe></noscript>
<script>(function(w,d,s,l,i){w[l]=w[l]||[];w[l].push({'gtm.start':
new Date().getTime(),event:'gtm.js'});var f=d.getElementsByTagName(s)[0],
j=d.createElement(s),dl=l!='dataLayer'?'&l='+l:'';j.async=true;j.src=
'//www.googletagmanager.com/gtm.js?id='+i+dl;f.parentNode.insertBefore(j,f);
})(window,document,'script','dataLayer','GTM-WHRBMN');</script>
<!-- End Google Tag Manager -->

বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

গর্ভাবস্থার লক্ষণ” এবার গুগল ২০১৩ স্বাস্থ্য বিষয়ক সার্চের শীর্ষে

“গর্ভাবস্থার লক্ষণ” এবার গুগল ২০১৩ স্বাস্থ্য বিষয়ক সার্চের শীর্ষে
http://futurenewsbd.blogspot.com/

বছরের শেষপ্রান্তে এসে ইন্টারনেট জায়ন্ট গুগল একে একে বিভিন্ন ক্ষেত্রে তাদের সার্চ লিস্ট প্রকাশ করতে শুরু করেছে। আর এ বছরে গুগলের স্বাস্থ্যবিষয়ক সার্চে গুগলাররা সবচেয়ে বেশিবার খোঁজ করেছেন গর্ভবতী হওয়ার লক্ষণ। এই নিয়ে টানা দু বছর গুগলের ‘টপ সার্চড সিমটমস’ তালিকায় শীর্ষস্থান অর্জন করলো গর্ভাবস্থার লক্ষন শিরোনামটি। গুগলের এই তালিকায় মূলত উঠে এসেছে যেসব বিষয় লোকেরা ডাক্তারের সঙ্গে কথা বলার আগে গুগলে সার্চ দিয়ে লক্ষণ দেখে নিশ্চত হয়ে নেয় রোগ সম্পর্কে।
মানুষের রোগসম্পর্কে নিশ্চিত হওয়ার এই সহজ মাধ্যম গুগলের কাছে গর্ভাবস্থার লক্ষণের পরই সবচেয়ে বেশিবার জানতে চাওয়া হয়েছে ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে। নিউজিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান স্টাফ ডট কম এর তথ্যানুযায়ী তালিকার এই দুটি রোগের পরই মানুষ সবচেয়ে বেশি জানতে চেয়েছে ডায়বেটিস সম্পর্কে। তালিকায় এইডস এর অবস্থান হচ্ছে ৬ নম্বরে। এই তালিকাই বলে দিচ্ছে সাধারন রোগ ও যৌন মিলনঘটিত অনাকাঙ্খিত গর্ভধারন নিয়ে লোকেরা যতটা চিন্তিত তার চেয়ে অনেক কম চিন্তা করে মরনব্যাধী এইডসকে নিয়ে। গুগলের এই টপ সার্চড সিমটমস’ তালিকায় এর পরের কয়েকটি রোগের নাম যথাক্রমে; চার নম্বরে দুশ্চিন্তা, পাঁচে থাইরয়েডজনিত রোগ, ছয়ে এইডস, সাতে মনোনিউক্লিওসিস। এছাড়াও দশ নাম্বারে অবস্থান করছে নিউমোনিয়া রোগের লক্ষণসমূহ।
ওয়েবসাইট অবলম্বনে

ল্যাপটপের চার্জ দীর্ঘায়িত করার কৌশল!


ল্যাপটপের চার্জ দীর্ঘায়িত করার কৌশল!
http://futurenewsbd.blogspot.com
 ল্যাপটপ একটি প্রয়োজনীয় জিনিস। ল্যাপটপ দিয়ে অনেক গুরুত্বপূর্ন কাজ করা হয়। কারেন্ট সমস্যা আমাদের দেশে তো আর নতুন কোন সমস্যা না। প্রয়োজনীয় কাজের সময় বিদুৎ চলে গেল। তখন কাজের সময় হঠাৎ করে ল্যাপটপের ব্যাটারির চার্জ ফুরিয়ে গেল। তখন তো মাথা নষ্ট হবারি কথা।   ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে এ ধরনের সমস্যায় হরহামেশাই পড়তে হয়।  ব্যাটারির আয়ু দীর্ঘায়িত করার কিছু সহজ সমাধান রয়েছে। ল্যাপটপ ব্যবহারকারীদের উচিত এ বিষয়গুলোকে দৈনন্দিত অভ্যাসে পরিণত করে নেয়া। তা হলে আর অনাকাঙ্খিত বিড়ম্বনায় পড়তে হবে না।
এক্সটার্নাল ডিভাইস: আমার কাজের ক্ষেত্রে অনেক সময় কিছু এক্সটার্নাল ডিভাইস ব্যবহার করি। তাই   ল্যাপটপের ইউএসবি পোর্টে যে কোন ধরনের এক্সটার্নাল ডিভাইস চালু থাকলে, তা আপনার ল্যাপটপ থেকে অনবরত পাওয়ার টানতে থাকবে। এক্সটার্নাল ডিভাইসটির কাজ শেষ হয়ে গেলে, সেটি ইউএসবি পোর্ট থেকে খুলে ফেলার চেষ্টা করুন।
ডিসপ্লে: অবশ্যই ল্যাপটপের ব্রাইটনেস কমিয়ে রাখুন। ব্রাইটনেস কমিয়ে রাখলে চার্জ থাকে অনেক সময় ধরে। মোবাইলের মতো ল্যাপটপ স্ক্রিনও বেশি পাওয়ার ব্যবহার করে। সে কারণে স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা চোখের জন্য সহনীয় মাত্রায় যতোটা কমিয়ে ব্যবহার করা যায়, ততোটাই ভালো। যদি কিবোর্ডে ব্যাকলাইট থাকে, তবে সেটিও সেটিংস থেকে বন্ধ করে দিন। এতে ব্যাটারির আয়ু দীর্ঘায়িত হবে।
অতিরিক্ত গরম হওয়া: ল্যাপটপ দিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করে থাকি। তার ফলে ল্যাপটপ অনেক সময় প্রচুর গরম হয়ে যায়। ল্যাপটপ বেশি গরম হলে, ভেতরের ফ্যানগুলো আরও দ্রুত ঘুরতে শুরু করে। আর তা স্বাভাবিকভাবেই বেশি ব্যাটারি খরচ করে। সে কারণে একটি ল্যাপটপ কুলার কিনে নিন। এতে আপনার ল্যাপটপটি অতিরিক্ত গরম হবে না।
হাইবারনেশনে রাখুন: কাজের সময় অনেক প্রয়োজনীয় কাজে বাহিরে যেতে হয়। তখন মোড অফ করে যেতে হয়। ল্যাপটপ স্ট্যান্ডবাই মোডে না রেখে হাইবারনেশনে রাখুন। এতে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে ও ব্যাটারির চার্জ অনেক বেশি সময় থাকবে। হাইবারনেশনে ল্যাপটপ বন্ধ হলেও, আপনি শেষ যেভাবে কাজগুলো সংরক্ষণ করছিলেন বা যে উইন্ডোগুলো খুলেছিলেন, ল্যাপটপটি চালু করলে ঠিক সে অবস্থাতেই সেগুলো পাবেন।
উইন্ডোজের পাওয়ার প্ল্যান: ল্যাপটপে উইন্ডোজের সঙ্গে বিল্ট-ইন পাওয়ার প্ল্যান সেটিংসও পাচ্ছেন। তাই চিন্তার কিছু নেই। বিভিন্ন অপশন; যেমন- ডিসপ্লে ব্রাইটনেস বাড়ানো বা কমানো, কখন ডিসপ্লে ডিম বা অনুজ্জ্বল করতে এবং বন্ধ করতে চান, হার্ড-ড্রাইভসমূহ ও ইউএসবি পাওয়ার বন্ধ করতে চান, সেগুলো সংযোজিত রয়েছে।
ব্যাটারি কেস: এই অ্যাপ্লিকেশনটি  দিয়ে সম্পূর্ন ব্যাটারির  একটুকু ক্ষমতা বা চার্জ আছে তা দেখা যায়। শুধু তাই নয়। কতোটুকু ব্রাইটনেসে ব্যাটারি কতোক্ষণ চলবে সে সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে সেখানে। ব্যাটারির বর্তমান কন্ডিশন কেমন, তাও জানতে পারবেন। সিপিইউ ও হার্ড-ড্রাইভ অতিরিক্ত গরম হয়ে গেলেও, সেটা প্রদর্শন করেব্যাটারি কেস অ্যাপ্লিকেশন।

Comments...............

এবার মানুষের নজরদারি করবে রোবট!

এবার মানুষের নজরদারি করবে রোবট!
http://futurenewsbd.blogspot.com


মানুষকে বেচেঁ থাকতে হলে অবশ্যই কাজ করতে হবে। পরিশ্রম না করলে মানুষের জীবন পরির্পূন হয় না। বর্তমান সময়ে মানুষের কাজকে হালকা করে দিচ্ছে রোবাট। কিন্ত বর্তমান সময়ে নাকি রোবাট কাজের পাশাপাশি মানুষেরও নজরদারি করবে। ওষুধ খাওয়া থেকে শুরু করে দরকারি কাজ কষ্ট করে মনে রাখার প্রয়োজন নেই আপনার। একটা ছোট্ট কুকিজের সাহায্যে ছোট্ট রোবটটিই সারাদিন নজরদারি চালাবে আপনার উপর। মনে করিয়ে দেবে, খুঁটিনাটি সব কিছুই। রোবটটি দেখতে ছোট্ট পুতুলের মতো, কিন্তু কাজে কম্পিউটারকেও হার মানায়।
এটি তৈরি করেছে রোবট নির্মাতা রফি হালাদিজান। ফরাসি সংস্থার তৈরি রোবটটি লাস ভেগাসের অনুষ্ঠানে নিয়ে এসেছিলেন তিনি। তাঁর কথায়, এটা খুব সহজে আপনার নিত্যব্যবহার্য বস্তুকে ইলেকট্রনিক যন্ত্রে পরিণত করতে পারে। এটা কোনও অলৌকিক সৃষ্টি নয়, বিজ্ঞানের এক অসাধারণ আবিষ্কার।
বিশেষ প্রযুক্তিতে তৈরি ‘মোশন কুকিজ’-এর উপরই নির্ভর করে রোবটটির কার্যকারিতা। এই কুকিজের মধ্যে রয়েছে বিশেষ সেন্সর, যার মাধ্যমে খুব সহজে কোনও বস্ত্তর নড়াচড়া, তাপমাত্রা, গঠন ও অন্য জিনিস নির্ধারণ করতে পারে রোবট। যে বস্তুর উপর নজরদারি চালানো প্রয়োজন, শুধু তার সঙ্গে একটা কুকিজ লাগিয়ে দিলেই কেল্লা ফতে।
জানা গেছে, একসঙ্গে ২৪টি বস্তুর উপর নজরদারি চালাতে  পারে রোবটটি। আর এটি চালাতে যেহেতু কোনও বৈদ্যুতিন সংযোগের প্রয়োজন নেই, তাই রোবোটটিকে যেখানে খুশি রাখতে পারেন৷ তাকে নিয়ন্ত্রণের জন্য নতুন অ্যাপ্লিকেশন বা প্রশিক্ষণেরও প্রয়োজন নেই

ড্রপবক্স হ্যাক হওয়ার ঘটনা ছিলো ধোঁকাবাজি!

ড্রপবক্স হ্যাক হওয়ার ঘটনা ছিলো ধোঁকাবাজি!
http://futurenewsbd.blogspot.com


হ্যাকাররা ড্রপবক্স হ্যাক করতে পারেনি। এর আগে তাদের ওয়েবসাইট হ্যাকড হওয়ার যে খবর প্রকাশিত হয়েছে ,তা একপ্রকার ধোঁকাবাজি বলে জানিয়েছে ড্রপবক্স কর্তৃপক্ষ। ‘অ্যানোনিমাস’ নামে যে হ্যাকার দল ড্রপবক্স ওয়েবসাইট হ্যাক করে বলে দাবি করেছিল, তারা অফিশিয়ালি বিষয়টা অস্বীকার করেছে বলে নিশ্চিত করে ড্রপবক্স কর্তৃপক্ষ।
ব্যবস্থাপনাগত জটিলতার কারণেই সাময়িকভাবে ওয়েবসাইটটি বিকল হয়ে পড়ে বলে জানায় ড্রপবক্স কর্তৃপক্ষ। আর এর এ সুযোগ নিয়েই অজ্ঞাতনামা (অ্যানোনিমাস) একটি হ্যাকার দল ওয়েবসাইটটি হ্যাক করছে বলে সামাজিক যোগাযোগ সাইট টুইটারে ঘোষণা দেয়। তবে তা সম্পূর্ণভাবে ধোঁকাবাজি ছিল ড্রপবক্স কর্তৃপক্ষ এক ব্লগ পোস্টে নিশ্চিত করেছে। বর্তমানে তাদের ওয়েবসাইট সম্পূর্ণরুপে ঠিক-ঠাক রয়েছে বলেও জানায় তারা।
উল্লেখ্য, ড্রপবক্স একটি বিনামূল্যের ব্যাক-আপ সার্ভিস ওয়েবসাইট। এ ওয়েবসাইটের উপযোগিতার কারণে বর্তমানে ওয়েবসাইটটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এর মাধ্যমে ছবি,নথিপত্র এবং ভিডিও শেয়ার করা যায়।
তথ্যসূত্র: টেক ক্রান্স

মাইক্রোসফটের ‘নিউজ টুইটার অ্যাকাউন্ট’ হ্যাকড!

মাইক্রোসফটের ‘নিউজ টুইটার অ্যাকাউন্ট’ হ্যাকড!
http://futurenewsbd.blogspot.com



এবার হ্যাকারদের কবলে মাইক্রোসফট। সম্প্রতি মাইক্রোসফটের নিউজ টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সমর্থিত হ্যাকার দল সিরিয়ান ইলেকট্রনিক আর্মি (এসইএ), মাইক্রোসফটের টুইটার আকাউন্ট হ্যাক করে তারা কোম্পানিটির বিরুদ্ধে বেশ কয়টি টুইটও পোস্ট করে।
মাইক্রোসফট হ্যাক করার আগে তাদের নীতি নিয়ে প্রশ্ন তুলেছিল ওই হ্যাকার দল। তাদের অভিযোগ, মাইক্রোসফট এবং স্কাইপ আমেরিকা সরকারের কাছে তথ্য বিক্রি করে। আর এ অভিযোগের ভিত্তিতেই তারা মাইক্রোসফটের নিউজ টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে। হ্যাক করার পরই তারা মাইক্রোসফটের বিরুদ্ধে কয়েকটি টুইট পোস্ট করে। টুইটগুলো ছিল এরকম- ‘আপনারা কেউ মাইক্রোসফটের ইমেইল ব্যবহার করবেননা। কোম্পানিটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টে গোয়েন্দাগিরী করে এবং আমেরিকা সরকারের কাছে তথ্য বিক্রি করে।’ এরপর সিরিয়ান ইলেকট্রনিক আর্মি নামের এই হ্যাকার দলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও এরকম টুইট পোস্ট করা হয়।
তবে হ্যাকার দল মাাইক্রোসফটের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে বেশিক্ষণ তা তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। এর মধ্যেই মাইক্রোসফট তা পুনরুদ্ধার করে। এছাড়া এসইএ’র পক্ষ থেকে যে আক্রমণাত্মক টুইট পোস্ট করা হয়, তা ডিলিট করে দেয়। প্রসঙ্গত হ্যাকারদল কোন ব্যবহারকারীর বিশেষ ক্ষতি করতে পারেনি বলেও মাইক্রোসফট কর্তৃপক্ষ উল্লেখ করে।
তথ্যসূত্র: টেক জার্নাল

ম্যালওয়ারের থাবায় বিপর্যস্ত ইয়াহু

ম্যালওয়ারের থাবায় বিপর্যস্ত ইয়াহু
http://futurenewsbd.blogspot.com



 ম্যালওয়ারের থাবায় বিপর্যস্ত ইয়াহু। এই ভাইরাস সফটওয়্যারের আক্রমণে গত ২৭ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে ইউরোপের বাইরে ইয়াহুর পরিষেবা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থার তরফে এক বিবৃতিতে একথা স্বীকার করে নেয়া হয়েছে।
ইয়াহু হেল্পলাইনে অনুসারে, ২৭ ডিসেম্বরের পরবর্তী সাত দিন ২০ লক্ষের বেশি পার্সোনাল কম্পিউটার ম্যালওয়ারের থাবায় পড়েছিল। যার ফলে ওই সময় ইয়াহু ব্যবহারকারীদের কম্পিউটারের ব্যক্তিগত তথ্য ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে তারা। – সংবাদ সংস্থা